,

চুনারুঘাটে মশার উৎপাত! প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দিনদিন বেড়েই চলছে মশার উৎপাত। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠেছেন মানুষ। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এটির সংক্রমণ ঠেকাতে নানা তৎপরতার মাঝে মশা নিধনের কার্যক্রম থমকে গেছে। জানা যায়, গরম বাড়ার সাথে সাথে উপজেলায় মশার পরিমাণ বাড়তে শুরু করেছে। তবে মশা নিধনে নিয়মিত কার্যক্রম না থাকায় পৌরসভা এলাকায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে মশার ওষুধ ছিটানো হলেও ওষুধের কোনো কার্যকারিতা পাচ্ছে না মানুষ। পৌর এলাকার গুচ্ছগ্রাম, বড়াইল, হাতুন্ডা, আমকান্দি, নয়ানী, গোগাউড়া এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, রাতের পাশাপাশি এমনকি দিনের বেলাতেও উৎপাত চালায় মশা। প্রতিকারের জন্য কয়েল জ্বালানো বা মশা মারার কোনও ওষুধ না ছিটালে শুরু হয় ‘মশার অ্যাকশন’। ক্ষুদ্র পতঙ্গটির কামড়ে নাভিশ্বাস ওঠার দশা হয়। এ ব্যাপারে পৌর এলাকার স্থানীয়রা জানান, মশার অত্যাচারে সন্ধ্যার আগেই ঘরের জানালা দরজা বন্ধ রাখতে হচ্ছে। এতেও নিস্তার মিলছে না। ছোট বাচ্চাদের যাতে মশা না কামড় দেয় এজন্য হাতে সব সময় মশা মারার ব্যাট রাখতে হচ্ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ মশার বিস্তার ঠেকাতে ঔষধ ছিটানো হলেও ঔষধের কোনো কার্যকারিতা নেই! তখন মশার উৎপাত আরো বেড়ে যায়। এ বিষয়ে চুনারুঘাট নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল আলম রুবেল বলেন, পৌরশহর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জীবাণুমুক্ত রাখার জন্য কাজ করছে পৌরকর্মীরা। যতা শিগগিরিই পৌরসভায় মশক নিধনে পৌরসভার প্রতি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হবে বলেও তিনি জানান।


     এই বিভাগের আরো খবর