,

নবীগঞ্জে শৈলা সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যোগে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলাধীন ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের শৈলা সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ বিকাল ৩.৩০ ঘটিকার সময় শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংস্থার সভাপতি মোঃ মহসিন আলমের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক রেজাউল রায়হান ও ইছমা বেগমের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুূদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, বর্তমান প্যানেল চেয়ারম্যান খালেদ মোশাররফ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, ক্রীড়া সংগঠক ওহী দেওয়ান চৌধুরী, শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত দাশ ১নং ওয়ার্ড মেম্বার রজব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্ঠা ইসমত আলী, স্বাস্থ্য সহকারি হারুনুর রশীদ, ইসমত আহমেদ, বশর আলী মেম্বার, মাহতাব উদ্দীন, রিপন, সাহেদ, মহিলাদের পক্ষে জাহেরা বেগম প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার সহ-সভাপতি আহমদ আলী। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর বখত চৌধুরী। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১ম -কাওছার বিন খালেদ, ২য়- আজিজুল ইসলাম, ৩য়- তানিয়া ইয়াসমিন এবং বিতর্ক প্রতিযোগিতায় রেজাউল রায়হান ও তার দল ১ম ও আহমদ আলী ও তার দল ২য় পুরস্কার গ্রহণ করে। তারপর অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি খালেদ মোশাররফ এবং উক্ত সংস্থার শুভাকাঙ্খী আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দিলু মিয়া তালুকদার, আদর্শ সামাজিক সংস্থার সভাপতি সৈয়দ সামছুল আলম, ফ্রান্স প্রবাসী আলিমুল ইসলাম, শিক্ষক মতিউর রহমান, মাহবুবুর রহমান, আব্দুর নুর, আমড়াখাইড় লাল সবুজ বাংলাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।আলােচনা সভার পূর্বে সকাল ১১ ঘটিকার সময় সংস্থার সদস্যদের মধ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ” মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দূর্নীতির বিস্তার ঘটছে”। বিষয়ের পক্ষে আহমদ আলী, মামুনুর রশীদ, জিল্লুর রহমান, জেমী আক্তার এবং বিপক্ষে রেজাউল রায়হান, মাছুমা বেগম, ইছমা বেগম, আবু সাঈদ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিপক্ষে অবস্থানকারী রেজাউল রায়হান ও তার দল ১ম স্থান অর্জন করে। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি হিসেবে জাহাঙ্গীর বখ্ত চৌধুরী এবং বিচারকমন্ডলী হিসেবে কৃষ্ণ কান্ত দাশ, হারনুর রশীদ ও ইসমত আহমেদ দায়িত্ব পালন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি সংস্থার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার পক্ষ থেকে স্থাপিত পাঠাগারের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি খালেদ মোশাররফ পাঠাগারের উন্নয়নের জন্য একটি স্টীলের আলমারী দান করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংস্থাকে ভবিষ্যতেও সহযোগিতা করে যাবেন বলে আশ্বস্থ করেন। পরিশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


     এই বিভাগের আরো খবর