,

নবীগঞ্জে বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বালু ভর্তি ট্রাক জব্দ ॥ ২ জনকে ১ বছরের কারাদন্ড

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের আজবার মিয়ার ছেলে জেবেল মিয়া (৩৫) ও ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র ছালেহ আহমদ (৩৭)কে বালু ভর্তি ট্রাক সহ আটক করে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, দীর্ঘদীন ধরে একটি সংঘবদ্ধ চক্র ইনাতগঞ্জ ইউনিয়নের ছত্রকূট মৌজায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকালে ইনাতগঞ্জ ফাড়ি পুলিশের সহযোগীতায় এদেরকে বালু ভর্তি ট্রাক সহ আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি ও বালু ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। এবং বালু উত্তোলনের কজে ব্যবহৃত একটি বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেখ মহি উদ্দিন। আইনশঙ্খখলা রা ও প্রসিকিউশনে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অবৈধভাবে বালু-মাটি উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে উক্ত এলাকায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধ করতে হবিগঞ্জের জেলা প্রশাসক মহোদয় ইউপি চেয়ারম্যানদেরকে গ্রাম পুলিশের মাধ্যমে পর্যায়ক্রমিক পাহারার জন্য নির্দেশনা দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর