,

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে- নবীগঞ্জে জেলা প্রশাসক ইশরাত জাহান

মোঃ সেলিম তালুকদার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি ব্যাপক সম্প্রসারণ করেছে। সর্বপরি দেশ এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন-ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। মানুষকে কাংঙ্কিত সেবা নিশ্চিত করতে হবে। অনিয়ম দুর্নীতি থেকে সবাইকে বিরত থাকতে হবে, দুর্নীতি করে কেউ পার পাবেনা। জেলা প্রশাসক ইশরাত জাহান নবীগঞ্জে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, নবীগঞ্জ প্রেসক্লাব এর কার্যালয়ের জন্য সরকারি খাস জমি বন্ধবস্ত দেওয়া, নবীগঞ্জ জে.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এঁর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মোঃ নুর উদ্দিন আহমেদ (বীর প্রতীক), নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আল আসিফ আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা একে.এম মাকসুদুল আলম, উপজেলা প্রকৌশলী সাব্বির আহমদ, উপজেলা সাব রেজিস্ট্রার স্বদেশ চন্দ, মেডিক্যাল অফিসার ডা: পিয়াংকা পাল, নির্বাচন অফিসার দেবশ্রী দাস পার্লি, ইউপি চেয়ারম্যান আলী আমহদ মুছা, মোঃ আশিক মিয়া, মোঃ নজরুল ইসলাম, সত্যজিত দাশ, মুহিবুর রহমান হারুন, আব্দুল মুহিত চৌধুরী, জাবেদুল আলম চৌধুরী সাজু, মোঃ ছাইমুদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজি এম আলীবর্দি খান সুজন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিশিকান্ত দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দেবাংশু হালদার, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ ও ছনি চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী পান্না, সাধারণ সম্পাদক বিপুল দেব, নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, উপজেলা শিশু শিক্ষা সাংস্কৃতি একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চা বাগানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০টি বাইসাইকেল বিতরণ, ৫ জন ভিক্ষুককে ৫টি সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। ১৩টি ইউনিয়নের ১৭ জন দুস্তমানুষের মাঝে ১৭টি ভাসমান টং দোকানঘর ও নগদ ২ হাজার টাকা এবং ৩ হাজার টাকার মালামাল, ৪টি ভ্যান গাড়ী এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১১ জনের মধ্যে ৫ লক্ষ ১০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং উপজেলা নির্বাহী অফিসারের ছাদের উপরে ছাদ কৃষি কাজের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এবং নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এছাড়াও নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পেশার লোকজনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্তী।


     এই বিভাগের আরো খবর