,

২০৪১’র মধ্যে বাংলাদেশ বিশ্বে একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম

তোফাজ্জল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিরার সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দি খান সুজন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, তথ্য সেবা অফিসার নাহিদা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী পান্না, আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, উইমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ নজির মিয়া, পানিউমদা রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর কুমার দত্ত. আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্রাচার্য্য দেবুল, সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা পরিষদ মাঠে ২ দিন ব্যাপী উতরণ মেলায় ১৬টি ষ্টল ছিল। এর মধ্যে ৩টি স্টলকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। প্রথম হয়েছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দ্বিতীয় উপজেলা কৃষি অফিস এবং তৃতীয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানের শুরুতের কোরআন তেলাওয়াত করেন মাওঃ মাহবুবুর রহমান ও গীতা পাঠ করেন বিপুল চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যনা ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। রূপকল্প ২০৪১ এর মধ্যে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি দারিদ্র ও ক্ষুধা মুক্ত এবং দূর্নীতি মুক্ত একটি সমৃদ্ধশালী দেশ গঠন করতে নীরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আজকের এই দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের দেশকে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। উন্নয়ন মেলা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন তিনি সকলের আন্তরিক সহযোগিকাতায় উত্তরণ মেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তা কর্মচারী সহ সভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবাইকে ধন্যবাদ জানান। সবশেষে স্কুল কলজের শিক্ষাথীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলদেশ সম্পর্কিত কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্টলে ১ম, ২য়, ৩য়দের পুরস্কৃত করা হয় এবং নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীর পক্ষে প্রধান অতিথির ক্রেষ্ট গ্রহন করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত আনন্দ নিকেতনের শিল্পীদের নিয়ে এক মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা সাংস্কৃতিক সংগঠন সারেগামা সংগিতের সভাপতি বিন্দু সূত্রধর, সাধারণ সম্পাদক শামছ খেলাসহ আনন্দ নিকেতনের শিল্পীরা গান পরিবেশন করেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যারা পরস্কৃত হয়েছেন তারা হলেন- ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাবানুর ইসলাম ইমরান, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৌরভী আয়শা মুন্নী, দিনারপুর কলেজের শিক্ষার্থী বদরুল ইসলাম, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জুবায়ের ইবনে পিয়াস, রাগীব রাবেয়া স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্ত দত্ত, আরমান উল্লাহ ইসলামি একাডেমীর শিক্ষার্থী মাহমুদা আক্তার প্রমুখ।


     এই বিভাগের আরো খবর