,

নবীগঞ্জের খনকারীপাড়া গ্রাম ৫ দিন যাবত বিদ্যুৎ বিহীন

তৌহিদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলায় কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গত গ্রাম ৫ দিন যাবত বিদ্যুৎ বিহীন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষ। জানাযায়, গত ৩০ মার্চ মঙ্গলবার ঝড়ে কবলে পড়ে গ্রামের পল্লী বিদ্যুৎ এর মেইল লাইনের দুটি তাঁর বিচ্ছিন্ন হয়ে যায়। এর এরপর গ্রামবাসী বিষয়টি পল্লী কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও লাইন মেরামতের বিপরীতে উল্টো বিভিন্ন অযুহাতে সম্পূর্ণ উদাসীনতার পরিচয় দেন বলে জানা গেছে। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় বিপাকে পড়েছেন গ্রামের মানুষ, ব্যাহত হচ্ছে কোমলমতি শিার্থীর লেখাপাড়া, অসুস্থ রোগীরাও পড়েছেন চরম বিপাকে, অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, পাশ্ববর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ পরদিনই বিদ্যুৎ আসে, কিন্তু আমাদের গ্রামে নেই, জীবনে ঝড়, তোফান দেখেছি পল্লী বিদ্যুৎ গ্রামে এসেছে প্রায় ৩০ বছর একটানা ৫ দিন বিদ্যুৎ বিহীন থাকেনি এটা নজিরবিহীন, এটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম উদাসীনতা। জানতে চাইলে পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এর সাথে মোবাইল ফোন ০১৭৬৯৪০০১৫৭ যোগাযোগ করার চেষ্টা করলে জৈনিক ব্যাক্তি ফোন রিসিভ করে বলেন, স্যার বাইরে কাজে আছেন এখন কথা বলতে পারবেন না বলে কেটে দেন। এমন উদাসীনতায় সংশ্লিষ্ট স্তরের উদ্ধৃতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর