,

নবীগঞ্জ-হবিগঞ্জে বাড়ছে করোনা সংক্রমণ ! জেলা দায়রা জজ ও দুই সাংসদ পরিবার সহ আক্রান্ত ॥ ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও হবিগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের পুত্র আবদুল হাই। গত ২৩ মার্চ অসুস্থতা নিয়ে তিনি সিলেটে চিকিৎসা করাতে গেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা শেষে গত বুধবার আত্মীয়স্বজন তাকে সিলেট থেকে হবিগঞ্জ নিয়ে আসার পথে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গত ৪ এপিল জাতীয় সংসদের অধিবেশননের যোগদানের জন্য গতকাল ৩ রা এপ্রিল শনিবার সংসদ ভবনের করোনা সেন্টারে তিনি শারিরিক স্বাস্থ্য পরীক্ষা করালে রিপোর্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাংসদ পুত্র গাজী মোহাম্মদ ফাওয়াজ গাজী ও উনার স্ত্রীও করোনায় আক্রান্ত বলে পারিবারিক সুত্রে জানা গেছে। সবাই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদিকে গত ২৯ মার্চ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট আবদুল মজিদ খান করোনা আক্রান্ত হন। তিনি বর্তমানে ঢাকায় হোম কোয়ারেন্টিনে আছেন। এ সাংসদের স্ত্রী-পুত্র ও গাড়িচালকও করোনায় আক্রান্ত বলে জানা যায়। এ ছাড়া গত বুধবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন আদালত চলাকালে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায় উনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনিও ঢাকায় হোম আইসোলেশনে রয়েছেন। এব্যপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান জাতীয় সংসদের অধিবেশননের যোগদানের জন্য ৩ রা এপ্রিল শনিবার সংসদ ভবনের করোনা সেন্টারে তিনি শারিরিক স্বাস্থ্য পরীক্ষা করালে রিপোর্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর থেকে তিনি বাসায়ই আইসোলেশনে আছেন। এব্যপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৭ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৫ জন।


     এই বিভাগের আরো খবর