,

নবীগঞ্জের পাইকপাড়া গ্রামে জোড়পূর্বক ফিশারীর মাছ লুট ॥ গাছ কর্তন প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি

তৌহিদ চৌধুরী ॥ নবীগঞ্জের পাইকপাড়া গ্রামে জোড়পূর্বক ফিশারীর মাছ লুট, গাছপালা ও ফসলাধির য়তির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ফিশারীর মালিক পাইকপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র নাজিম উদ্দিন রুমি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, গত সোমবার দিবাগত রাত অনুমান ৭ টায়, পূর্ব শক্রতার জের ধরে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আব্দা গ্রামের সামছু চৌধুরীর স্ত্রী ফরিদা বেগম (৪৫), বাজিদ আহমদের স্ত্রী রহিমা বেগম (৫০), পাইকপাড়া গ্রামের ছনর উদ্দিনের পুত্র সিরাজ মিয়া (৪৮), হেলাল মিয়া (৪৪), মৃত মনির উদ্দিনের পুত্র মামদ মিয়া (৫৫), মারাজ মিয়া (৫৮), মামদ মিয়ার পুত্র তাহের মিয়া (২২) গং ৬/৭ লোক পাইকপাড়া গ্রামের নাজিম উদ্দিন রুমির মালিকানাধীন আয়ান এগ্রো ফিশারীতে প্রবেশ করে ফিশারীর পাড়ে লাগানো বিভিন্ন জাতের প্রায় ৫০ হাজার টাকা গাছ ও ফসলাদি কর্তন করে এবং ফিশারীতে ফলানো বিভিন্ন জাতের প্রায় ১ লক্ষ টাকার মাছ জোড়পূর্বক চুরি করিয়া নিয়া যায়। এ সময় ফিশারীর মালিক নাজিম উদ্দিন রুমি বাধা দিলে তারা তাকে খুন জখম করার হুমকি দিয়া চলিয়া যায় বলে এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্ত সাপেে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর