,

নবীগঞ্জে বৃদ্ধ জাহির আলী হত্যার রহস্য উদঘাটন

প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের বৃদ্ধ বাবাকে খুন করে ছেলে ও স্বজনরা

স্টাফ রিপোর্টার : ৮ মাস পর তদন্তের পর নবীগঞ্জে বৃদ্ধ জাহির আলী হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গতবছর ১৫ জুলাই নিজের বৃদ্ধ বাবাকে খুন করে ছেলে ও তার স্বজনরা। পরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার নাটক সাজায় তারা। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। পুলিশ সুপার জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনা ঘটনা স্বীকার করেছে। তিনি আরও জানান, স্থানীয় বিজনা নদীর লীজ নিয়ে নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামবাসী দুই পরে বিভক্ত হয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এক পরে নেতৃত্ব দেন স্থানীয় কাচন মিয়া ও ইউপি সদস্য রাজা মিয়া। অপর পরে নেতৃত্ব দেন স্থানীয় শফিক মিয়া ও রয়মান মিয়াসহ কয়েকজন। দীর্ঘদিন ধরে বিরোধ চলাকালে উভয় পক্ষের মধ্যে ১০-১২টি মামলাও হয়। এসব ঘটনার জের ধরে, গত বছরের ১৫ জুলাই সংঘর্ষে জড়ায় দুই পরে লোকজন। সংঘর্ষের এক পর্যায়ে, প্রতিপক্ষেক ফাঁসাতে শফিক মিয়ার পরে লোকজন ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে ফিকল (বল্লম জাতীয় অস্ত্র) দিয়ে পেটে আঘাত করে হত্যা করে। আর এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় নিহতের পুত্র আরশ আলী ও তার কয়েকজন আত্মীয়। অপরদিকে বাদি পক্ষের মিছবাহ উদ্দিন নামের এক ব্যক্তিকে ২২ এপ্রিল পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে তার পুত্র ও স্বজনরা হত্যা করেছে বলে পুলিশকে জানায়। এরইপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। দীর্ঘ তদন্তের পর তাদের আটক করা হয়।


     এই বিভাগের আরো খবর