,

মাধবপুরের শতবর্ষী মাবিয়ার নিয়মিত খোঁজ নিচ্ছেন জেলা পুলিশ প্রশাসন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের শতবর্ষী মাবিয়ার নিয়মিত খোঁজ নিচ্ছেন পুলিশ প্রশাসন। বাহিরের আলো বাতাস উপভোগ করতে আজ রোববার বিকালে মাবিয়াকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র পক্ষ থেকে একটি উইল চেয়ার উপহার হিসেবে নিয়ে হাজির হয়েছেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ মহসিন আল মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক রোকন, ওসি(তদন্ত) মোঃ আমনুল ইসলাম। উল্লেখ্য গত ৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত খালেক মিয়ার স্ত্রী মাবিয়া আক্তার(১০২)কে তার একমাত্র ছেলের বউ ঘর থেকে বের করে দেয়। ঘটনাটি এসএইচ উজ্জল নামে এক যুবক তার ফেইজবুকে আইডিতে পোষ্ট করে। উক্ত পোস্টটি হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র নজরে আসলে তাৎক্ষনিক মাধবপুর থানার ওসি’কে নির্দেশ দিলে ওসি আব্দুর রাজ্জাক বৃদ্ধার জন্য খাবার, নতুন শাড়ী নিয়ে ওই বাড়ীতে গিয়ে বৃদ্ধার পুত্র বধুকে বুঝিয়ে মাবিয়াকে ঘরে তুলে দিয়েছিলেন। এসপির নির্দেশে মাধবপুর থানা পুলিশ নিয়মিত বৃদ্ধা মাবিয়ার খোজ খরব নিচ্ছে বলে প্রতিবেশিরা জানিয়েছে। এরই অংশ হিসেবে বয়সের ভাড়ে নুয়ে পড়া মাবিয়াকে আজ উইল চেয়ারে করে বাড়ীর আঙ্গিনায় ঘুরিয়ে আসলেন মাধবপুর থানা পুলিশ।


     এই বিভাগের আরো খবর