,

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা ও কন্যাকে পিঠিয়ে আহত ॥ থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামানগাঁও উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, কামারগাঁও উত্তরপাড়া গ্রামের প্রতিবেশীর বাড়ির উঠান থেকে হাঁসের বাচ্চা আনতে গেলে মেয়েকে মারপিঠ করে আহত করে একদল লোক। মেয়েকে বাঁচাতে পিতা এগিয়ে এলে তার উপরও অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহত ইলিয়াস আলী। অভিযোগ সুত্রে প্রকাশ- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও উত্তরপাড়া গ্রামের ইলিয়াস আলীর কন্যা আখি আক্তার গত ২১ এপ্রিল রাত সাড়ে ৭টায় তার প্রতিবেশী বাহার এর উঠান থেকে হাঁসের বাচ্চা আনতে যায়। পূর্ব বিরোধের জের ধরে বাহার তার লোকজন আখির উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার শোর-চিৎকারে পিতা ইলিয়াস আলী এগিয়ে এলে তার ওপর চড়াও হয় বাহার ও তার লোকজন। তাদেরকে মারপিঠ করে গুরুত্বর আহত করে। স্থানীয়দের সহযোগিতায় তারা নবীগঞ্জ হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। পরে ইলিয়াস আলী বাদি হয়ে হামলাকারী ছিদ্দেক আলীর পুত্র বাহার, মনির, ছানু মিয়া, মন্নান, ছানু মিয়ার পুত্র নুরুল আমীন, মনির মিয়ার পুত্র রায়হানসহ ৮ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আরো একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে হামলাকারীদের মদদ ও সহযোগিতা করছে কামারগাঁও গ্রামের মৃত রমজান আলীর পুত্র বহু অপকর্মের হোতা বুরহান নামের লোক। এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদি ইলিয়াস আলী জানান, থানায় অভিযোগ দেয়ার পর হামলাকারীরা তাকে ও তার স্বাীদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা স্থানীয় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান বলেন অভিযোগ তদন্ত চলছে। তদন্তে প্রমানিত হলে অবশ্যই হামলাকারী ও তাদের মদদ দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর