,

নবীগঞ্জে রাতে উপজেলা প্রশাসনের অভিযানে ৪ মাদকসেবী আটক ॥ জেল জরিমানা

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার ৭ নং ইউনিয়নের রাধানগর গ্রামে ২ রা মে রবিবার সন্ধ্যায় কয়েকটি মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জন ব্যক্তিকে হাতে নাতে মাদক সেবনের প্রস্তুতি ও বিভিন্ন যন্ত্রপাতিসহ মাদকের আস্তানা থেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে আটককৃত ব্যক্তিদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটককৃতদেরকে বিভিন্ন মেয়াদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(খ)ও ৪২(১) ধারার অপরাধে ৩৬(১) অনুযায়ী (১. নিরঞ্জন সরকারকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা অর্থ দন্ড- অনাদায়ে আরও ১ মাসসের জেল, পারভেজ চৌধুরী-কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড- অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, হৃদয় মিয়াকে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড, জয় চৌধুরীকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া ৭ নং ইউনিয়নের বিভিন্ন বাজারে জুয়া খেলা, গাপ্লা খেলা ইত্যাদি বিষয়েও অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন। তিনি বলেন, মাদক নির্মুলে বর্তমান সরকার জিরো টলারেন্সে। তাই মাদক, জুয়া এর করাল আগ্রাসন রোধে উপজেলা প্রশাসন ও বদ্ধ পরিকর।


     এই বিভাগের আরো খবর