,

জেলা দায়রা জজ কোর্টে আবারও জামিনের প্রচেষ্টায় ব্যর্থ আউশকান্দি ইউপি মেম্বার উস্তার ও শাহিন

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে প্রতারণা মামলার শুনানি বিচারক আমলে না নেয়ায় জামিনের সকল প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে উস্তার ও তার ভাতিজা শাহিনের। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার হাসান আলী ওরফে উস্তার ও তার ভাতিজা শাহিন প্রতারণা মামলায় গত দুই মাস যাবত জেলা কারগারে দিনপাত করেছেন। আত্মসাৎ এর ৭ লক্ষ টাকা এখনও ফেরত না দেয়ার সমালোচনার ঝড় বইছে আউশকান্দি এলাকায়। মামলা সূত্রে জানাযায়, আউশকান্দি বাজারের ব্যবসায়ী রুমন মিয়ার কাছ থেকে জায়গা বিক্রি করার কথা বলে তারা চেকের মাধ্যমে এবং নগদে ৭ লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে উস্তার মিয়া তার ভাই লন্ডন প্রবাসী মোশাহিদ মিয়ার মাধ্যমে জায়গাটি অন্যত্র বিক্রি করে দেন। শুধু তাই নয় গোপনে জায়গাটি বিক্রি করার পরও উস্তার মিয়া মেম্বার রুমন মিয়ার কাছ থেকে জায়গা বুঝিয়ে দেওয়ার কথা বলে আরও ৫০ হাজার টাকা গ্রহণ করেন। আসামীরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন টাকা উদ্ধারে ব্যবসায়ী রুমন মিয়া আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হন। গত ৮ মার্চ রোমন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে গত ১৬ই মার্চ পুলিশের একটি দল আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। উক্ত প্রতারণা মামলায় অপর আসামী গ্রেফতারকৃত ইউপি সদস্য উস্তার মিয়ার ভাই প্রতারক মোশাহিদ মিয়া দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত ইউপি মেম্বারের বিরুদ্ধে নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ডেবনার ব্রীজ সংলগ্ন সরকারের খাস জমি দখল করে দোকান ভিটা নির্মাণ করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারী খাস ভূমি দখল মুক্ত করাসহ তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়ম তদন্ত সাপেে আইনানুগভাবে ব্যবস্থা নিতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর