,

নবীগঞ্জে তীব্র যানজটে বিপাকে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পৌর শহরে তীব্র যানজট লেগেই থাকে। শহরের প্রাণকেন্দ্র গাজীর টেক পয়েন্টসহ শেরপুর রোড, ওসমানী রোড, নতুন বাজার মোড়, হাসপাতাল রোডসহ শহরের গুররুত্বপূর্ন মোড়গুলোতে প্রায়সময়ই এই যানজট দেখা যায়। যততত্র গাড়ি পার্কিং, অবৈধ ভ্রাম্যমান সাড়ি সাড়ি দোকানগুলো মূল সড়কের বৃহৎ অংশ দখল করাই এই যানজটের অন্যতম কারণ। ট্রাফিক আইন অমান্য করে মাইক্রো, সিএনজি চালিত অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন যাত্রি উঠা-নামা করানোর ফলেও এই যানজটের সৃষ্টি হয়। নবীগঞ্জ শহরের তীব্র যানজট নিয়ে পথচারী রকমত উদ্দিন জানান, প্রচন্ড গরমের মধ্যে এই যানজট আমাদের প্রচন্ড ভোগান্তিতে ফেলেছে। তার মধ্যে ফুটপাতে হাটার রাস্তা দিয়েও হাটাচলা করতে সমস্যা হয়। ফুটপাত দখল করে সাড়ি সাড়ি দোকান থাকায় চলাচল করতে সাধারন মানুষকে চরম দূর্ভোগ পোহতে হয়। এ ব্যাপারে উপজেলা ট্রাফিক সার্জেন্ট টিপু সুলতান বলেন, বড় ডিস্টিকগুলো আসা-যাওয়া করার সময় বেশিরভাগ সময়ে যানজট সৃষ্টি হয়। আমরা সবসময় রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে রাখার চেস্টা করি এবং যানজট নিরসনে ব্যাপক চেস্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, যানজট মুক্ত করতে আমি বেশ কয়েকবার নবীগঞ্জ পৌর শহরে অভিযান পরিচালনা করেছি। নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে বাইপাস রোডের বিকল্প নেই। আমরা বাইপাস রোডের জন্য চেস্টা করে যাচ্ছি। যানজট মুক্ত শহর গড়তে তিনি নবীগঞ্জ পৌরসভার সর্বস্থরের জনসাধারণের সহযোগীতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর