,

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোঁমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ১

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজার নামক স্থানে বাস ও পণ্যবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। এতে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহা-সড়কের নবীগঞ্জ উপজেলাধীন দেবপাড়া বাজারে দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া নামক স্থানে পৌছামাত্র ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সাথে মুখোঁমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী ও হাঁস ব্যাবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার পুত্র আলতাব মিয়া (৩৫) নিহত হন এবং ফিরোজ মিয়া (৩৭) নামের এক লোক হাসপাতাল নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। পিক আপ ভ্যানের চালক বড়চর গ্রামের মাসুদ মিয়ার পুত্র শামিম (২৬) গুরুতর আহত হন । তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহত ২ জনকে হাসপাতালে প্রেরণ করলে ১ জন মারা যান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর নবীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং সড়ক দূর্ঘটনায় কবলিত গাড়িগুলো উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি এবং দূর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। বাসের চালক পলাতক রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


     এই বিভাগের আরো খবর