,

নবীগঞ্জে নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্তদের পাশে রাহেল চৌধুরী

এন সাকিব চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর, লোটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নেয়ার জন্য তাদের পাশে ছুটে যান নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। এ সময় তিনি তাদের এমন মানবেতর জীবন যাপনের জন্য দুঃখ
প্রকাশ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৯নং বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ ফয়ছল তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ আরবি, নাজিম চৌধুরী, ১৩নং পানিউমদা ছাত্রলীগের সাবেক সভাপতি মজনু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রনি, কাওছার আহমেদ রাব্বি, আমিনুল ইসলাম আমিন, ১৩নং ইউ ছাত্রলীগ নেতা আতাউর রহমান, খলিল মিয়া, কামাল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় গোলাম রসুল চৌধুরী রাহেল নির্যাতিত পরিবারের প্রতি সমবেদনা ও এই বর্বরতার সঙ্গে জরিতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তিনি স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গকে এলাকা পরিদর্শন ও তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।


     এই বিভাগের আরো খবর