,

নবীগঞ্জে চাঁদা না দেয়ায় পিকআপ পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক সৈয়দাবাদ গ্রামে সৈয়দাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসার গেইটের ভেতরে জনৈক রজব আলীর মালিকানাধীন একটি পিকআপ গাড়ী পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে গাড়ীর মালিকের ভাতিজা মোঃ এমরান মিয়া বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। মামলার বিবরণে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক সৈয়দাবাদ গ্রামের জনৈক রজব আলী নিটল মটরস লিমিটেড মহাখালী থেকে ব্যাংক এশিয়ার মাধ্যমে একটি পিকআপ গাড়ী( নং- ঢাকা মেট্রো ন- ১৬- ৯১৮৪) ক্রয় করেন। বর্তমানে তিনি দেশে না থাকার কারণে মামলার বাদি একজন ড্রাইভার ও মালিকের সর্ম্পকে ভাতিজা হওয়ার কারণে উক্ত পিকআপের পরিচালনার দায়িত্ব তাকে দেন। দায়িত্ব পাওয়ার পর বিগত ৩ বছর ধরে গাড়ীটির দায়িত্ব পালন করে আসছিল মামলার বাদি মোঃ এমরান মিয়া। সম্প্রতি একই গ্রামের আলী হোসেন, উজ্জল মিয়া, ইউসুব আলী গংরা গাড়ী চালাতে গেলে তাদেরকে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে আসছিল। এমরান মিয়া তাদের এহেন অন্যায় দাবি মানতে অপারগতা প্রকাশ করলে আলী হোসেন গংরা জোটবদ্ধ হয়ে শলাপরামর্শ করে গত ২৯ মে দিবাগত রাত ২টার দিকে একটি কন্টেইনার হতে কেরোসিন অথবা পেট্রোল গাড়ীতে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মামলার বাদি এমরান মিয়া উল্লেখিত রাস্তা দিয়ে যাওয়ার সময় টর্চ লাইটের আলোতে ঘটনা দেখতে পান এবং দুস্কৃতিকারীদেরকে ছিনতে পারেন। এ সময় এমরান মিয়া চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলে মামলার সকল আসামীরা অশ্রের ভয় দেখিয়ে আগুন নেভাতে দেয়নি। ফলে গাড়ীটি সর্ম্পুণ পুড়ে যায়। এতে করে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। ফলে বাধ্য হয়ে মোঃ এমরান মিয়া বাদি হয়ে চ্ছত আনছার উল্লাহর পুত্র আলী হোসেনসহ ১৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য পুলিশের সিআইডি বিভাগকে নির্দেশ প্রদান করেছেন।


     এই বিভাগের আরো খবর