,

নবীগঞ্জে সরকারী উদ্যোগে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রর্দশনী মেলা অনুষ্ঠিত

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে “পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদের আয়োজন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে প্রাণীসম্পদ প্রর্দশনী মেলা “২০২১” নবীগঞ্জ জে,কে স্কুল মাঠে গতকাল শনিবার দুপুরে উদ্বোধর করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ প্রর্দশনীর উদ্বোধন করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এঁর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাওসার আহমদ, নুরুল আমিন, আসিফ ইকবাল প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফয়েজ আহমদ, গীতা পাঠ করেন জিতেন্দ্র সরকার। দিনব্যাপী মেলায় ৩টি ক্যাটাগরীতে ৯ জনকে পুরস্কার এবং অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, আমাদের দেশের যুবকরা বিদেশমুখী না হয়ে এবং দেশে শিক্ষা অর্জন করে নিজেরাই বিভিন্ন গবাধি পশুর কামার করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। সে জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঋণ ও প্রদান করছেন।


     এই বিভাগের আরো খবর