,

নোয়াগাঁও গ্রামে তাণ্ডব ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি

সংবাদদাতা ॥ সাতাইহাল ছয় মৌজা কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকেলে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের মধ্যে পানিউমদা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম. মুজিবুল হকের ব্যক্তিগত পক্ষ নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পানিউমদা ইউনিয়নের সভাপতি গোলাম নবী, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ সভাপতি মোঃ আবু মুছা চৌধুরী, মো. ইব্রাহীম মিয়া, হাবিবুর রহমান হাবিব,মোঃ ইয়াকুত মিয়া (রেনু), উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মাহমুদ আলম,ইউনিয়ন যুবদলের সা.সম্পাদক মোস্তফা হেলাল চৌধুরী ছাত্রদল নেতা মোঃ শেখ মাহমুদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মোঃ আজিদ মিয়া তালুকদার, জুনাইদ আহমদ মামুন, মোঃ সুমন আহমেদ, মেহেদি চৌঃ, সাইফ খাঁন, তানভীর আহমেদ মুন্না সহ ছাত্রদল, যুবদল, বিএনপির অসংখ্য নেতাকর্মী। আসন্ন নির্বাচনে পানিউমদা ইউনিয়নে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এম মুজিবুল হক তার বক্তব্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ধৈর্য্য ধারন করে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, পানিউমদা ইউনিয়নবাসীর আইনের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ও ইউনিয়নবাসী পরিস্থিতি মোকাবেলা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর