,

লাখাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

লাখাই প্রতিনিধি ॥ “পুষ্টি, মেধা ও দরিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্যবিধি মেনে লাখাই উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হেলিপ্যাড মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কৃষিবিদ মো. সুমন মিয়া ও গীতা পাঠ করেন কাজল বাবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন আরাফাত রানা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। বক্তব্য রাখেন- উপজেলা ভ্যাটেরিনারি সার্জন ডা. শাহাদাত হোসেন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, খামারীদের মাঝে সুহেল মিয়া, শামসুল আলম বিপ্লব, মনিরা বেগম, ফেরদৌস মিয়া, আরব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা প্রমুখ। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলাতে উন্নত জাতের গাভী, বকনা ও বাছুর, ষাঁড়, ঘোড়া, ছাগল, ভেড়া, কবুতর, খরগোশ ইত্যাদি। মেলায় ৩০টি স্টলে তিনটি ক্যাটাগরিতে ৯টি পুরস্কারের মধ্যে বিশেষ পুরস্কার ১টি ও সনদপত্র ৩০ জনকে প্রদান করা হয়। প্রদর্শনী মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর