,

বাবা সিঙাড়া বিক্রি করতেন, ধর্মীয় অনুষ্ঠানে গাইতেন নেহা কাক্কার

সময় ডেস্ক ॥ জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কাক্কার। তার জন্ম উত্তরখণ্ডে। গরিব পরিবার থেকে উঠে এসেছেন নেহা। জানা যায়, একসময় তার বাবা ঋষিকেশ কাক্কার স্কুল কলেজের বাইরে সিঙাড়া বিক্রি করতেন। আর মা নীকি কাক্কার ছিলেন হোমমেকার। নেহার গোটা পরিবার প্রথমদিকে উত্তরখণ্ডে একটি এক কামরার ঘরে থাকতেন। ঘরের মধ্যেই একটা টেবিল রেখে সেখানেই চলত রান্নাবান্না। পরে গান নিয়ে ক্যারিয়ার গড়ার জন্য পরিবারের সঙ্গে দিল্লি চলে আসেন গায়িকা। নেহা যখন গান গাওয়া শুরু করেন, তখন বয়স মাত্র ৪ বছর। জানা যায়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন, আরতির গান গাইতেন তিনি। বর্তমানে নেহা ও টনি কাক্কার দুজনেই জনপ্রিয় গায়ক-গায়িকা হলেও তারা ছোট থেকে তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে। যেখান থেকে খুব সামান্য টাকা রোজগার করতেন নেহা ও টনি।


     এই বিভাগের আরো খবর