,

আব্দুল হামিদ চৌধুরী ও তার পরিবারের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীন ভক্তবৃন্দের জন্য অস্থায়ী নিবাসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ আব্দুল হামিদ চৌধুরী ও তার পরিবারের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য অস্থায়ী নিবাসের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ৮ জুন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বিলপাড় গ্রামে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর ও অত্র মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী ও তাহার পরিবারবর্গের অর্থায়নে এক অসহায়, দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন জরিফ উদ্দিন ও তাহার পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। পরে ঘরের চাবি হস্তান্তর করেন হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর মোতাওয়াল্লী পরিবারের জ্যেষ্ঠ সদস্য শামসুন্নাহার চৌধুরী। উক্ত ভূমিহীন ও গৃহহীন ভক্তবৃন্দের জন্য অস্থায়ী নিবাসের শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আছাদ উল্লাহ, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সুরুজ আলী, আক্কল আলী, বাচ্চু মিয়া, মাহমুদ চৌধুরী, মোফাজ্জল চৌধুরী, মোকাদ্দির চৌধুরী, মোতাহের চৌধুরী, গোলাম রহমান বজলু, সেলিম মিয়াসহ আর অনেকেই। শামসুন্নাহার চৌধুরী বলেন, মহামারি করোনা কালিন সময় মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ, দরিদ্র মানুষকে কাপড় ও শীত বস্ত্র বিতরণ, ঈদ উপহার, গরীব অসহায় মানুষকে বিনা মূল্য চক্ষু পরীক্ষা এবং চোখ অপারেশনসহ জন কল্যাণ কাজে যেন আরো বেশী বেশী সহযোগিতা করতে পারেন তাই সবার দোয়া কামনা করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, আব্দুল হামিদ চৌধুরীর মতো দানশীল ব্যক্তিরা যদি এভাবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেন তাহলে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো সহজ হবে এবং উনার মতো অন্যান্য ধনাঢ্য ও সমাজ সেবক ব্যক্তিদেরকেও এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধন শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন অত্র মাজার কমিটির সেক্রেটারী, মাজার মসজিদের ইমাম ও বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার।


     এই বিভাগের আরো খবর