,

নবীগঞ্জ বিলপাড়ে মৎস্য চাষ প্রশিক্ষণ মাছের পোনা অবমুক্ত ও খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার চৌকি বিলপাড়ে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজার সংলগ্ন আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার পুকুরে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন দেশীয় প্রজাতির জাতীয় মাছের পোনা অবমুক্ত করার পূর্বে সংশ্লিষ্টদের মৎস্য চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। গত মঙ্গলবার ০৮ জুন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও নবীগঞ্জ মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ পুকুরে শিং, কার্প, কালিয়ারা, গনিয়া, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও খাদ্য বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর বড় বোন মোতাওয়াল্লী পরিবারের জ্যেষ্ঠ সদস্য শামসুন্নাহার চৌধুরী, মোতাহের চৌধুরী, গোলাম রহমান বজলু, মাজার শরীফের সভাপতি মাতাব উদ্দিন, মাজারের সেক্রেটারী, মাজার মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার এবং মাদ্রাসার ছাত্র সহ অন্যন্যরা। সার্বিক সহযোগিতা করার জন্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম এঁর নিকট মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও এলাকাবাসী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


     এই বিভাগের আরো খবর