,

বানিয়াচংয়ে আরও ৭০ ভূমিহীন পাচ্ছেন ‘স্বপ্নের ঘর’

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র পরিবারের জন্য আরো ৭০টি মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নের ঘর’ প্রস্তুত করা হয়েছে। নির্মাণাধীন বাকি ঘরগুলোর কাজ প্রায় সমাপ্ত। আগামী রোববার (২০ জুন) এ উপজেলায় ৭০টি পরিবার নতুন ঘরের মালিকানা বুঝে পাবেন। জানা যায়, সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ঘর উপহার দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরগুলোর দেয়াল ইটের, মেঝে কংক্রিটের এবং ছাউনি দেয়া হয়েছে টিনের। প্রতিটি সেমিপাকা ঘরে ২টি শয়নকক্ষ, ১টি বারান্দা, ১টি রান্না ঘর এবং ১টি বাথরুম রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়- হবিগঞ্জ জেলায় মোট বরাদ্দ ঘরের সংখ্যা ৭৮৭টি। আগামী ২০ জুন হস্তান্তর হবে ৪৪১টি। তন্মধ্যে বানিয়াচংয়ে ৭০ টি ঘর প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, ‘প্রধানমন্ত্রীর মহানুভবতায় অসহায়-ছিন্নমূল মানুষরা পাচ্ছেন এসব ঘর। আর এ ক্ষেত্রে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে গর্ববোধ করছি। খুব কাছ থেকে দেখেছি স্বপ্নের নীড় পেয়ে ছিন্নমূল মানুষরা কতটা খুশি হয়েছে। এসব কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখিন হয়েছি। এ প্রকল্প বাস্তবায়ন করতে অনেকে আমাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।


     এই বিভাগের আরো খবর