,

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোক্তাধিকার আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত। ১৬ জুন বুধবার দুপুরে ১২টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ও ভোক্তাধিকার অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে ভোক্তাধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় সাবাসপুরের রিফাত বেকারি কে ৩০ হাজার টাকা, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই এলাকার কালাম মিয়া চানাচুর ফ্যাক্টরি কে ৪২,৪৩,৫০ ধারায় ৩০ হাজার টাকা ও বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সাভির্সের লাইসেন্স না থাকায় পুরানবাজারের গ্যাস সিলেন্ডার বিক্রেতা ফরহাদ স্টোর কে ৫২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন ভোক্তাধিকার আইন লঙ্গন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর