,

ইনাতগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ গোলাম কিবরিয়া

সংবাদদাতা ॥ আসন্ন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ গোলাম কিবরিয়া। নির্বাচনী মাঠে প্রার্থী হিসেবে নতুন মুখ হলেও তিনি অত্র এলাকার পরিচিত মানুষ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে তিনি সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। তিনি দেশে থাকাকালীন সময়েও মানুষের বিপদে ঘরে বসে থাকেননি। ছুটে গিয়েছেন বিপদগ্রস্থমানুষের পাশে। শিক্ষকতা করেছেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এবং মোস্তফাপুর আলীম মাদ্রাসায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবলমাত্র ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না। বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে অংশ নিতে হলে একটি অবলম্বন দরকার। এ কারণেই তিনি এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বলে জানান। তিনি ইউনিয়নের সকল কাজে জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে ইনাতগঞ্জকে গড়বেন বলে ঘোষণা দিয়েছেন। একইসাথে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহণ করবেন বলেও তিনি জানান। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন, দেশরত্ন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির একনিষ্ঠ অনুসারী। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠন করে গ্রামকে শহরে পরিণত করার শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে তিনি আমৃত্যু কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মোহাম্মদ গোলাম কিবরিয়া আরও বলেন, প্রবাসে থেকেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে রাজনীতি করছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখনও তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে গভীর ভাবে সম্পৃক্ত বলেও তিনি জানান। ক্ষুধা, দারিদ্র মুক্ত, উন্নত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার দোয়া ও আশীর্বাদে তিনি নিজেকে এই উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার করতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর