,

নবীগঞ্জে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযান ২০২১ পালন

সংবাদদাতা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জেলা কমান্ড্যান্ট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে নবীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার ৩৫০টি গ্রামে ২টি করে মোট ৭০০ ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়েছে। নবীগঞ্জ উপজেলায় গতকাল বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারদের কাছে গাছের চারাগুলো বিতরণ করেন। এ সময় তিনি সরকারি রাস্তার পাশে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে চারাগুলো রোপণ এবং পরবর্তীতে গাছের চারাগুলোকে যত্ন নেয়ার নির্দেশনা প্রদান করেন। গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল, নবীগঞ্জ উপজেলা প্রশিকিা খাদিজা ইসলামসহ অত্র উপজেলার আনসার ও ভিডিপির বিভিন্ন স্থরের সদস্য সদস্যাবৃন্দ।


     এই বিভাগের আরো খবর