,

বানিয়াচংয়ে প্রশাসনের অভিযানে ৩ স’মিলের মালামাল জব্ধ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৩টি স’মিলের (করাতকল) লাইসেন্স নবায়ন না থাকায় মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় গ্যানিংগঞ্জ বাজারের অনিক স’মিল ও আইয়ুব আলী’র স’মিল এবং চৌধুরী পাড়ার জনতা স’মিল (করাতকল) এর মালামাল বাজেয়াপ্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন অধিদপ্তরের কর্মকর্তা সাহিদুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি বলেন, করাতকল (লাইসেন্স) বিধিমালার ২০১২ সালের ৯ এর ৩ (১) ধারায় লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে ৩টি স’মিলের (করাতকল) মালামাল জব্দ করা হয়েছে। এসব করাতকলের লাইসেন্স থাকলেও নবায়ন না থাকার কারণে মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর