,

নবীগঞ্জে আব্দুল ওয়াহিদ হত্যাকান্ডের আসামী পিবিআই’র হাতে আটক

বুলবুল আহমদ ॥ নবীগঞ্জে বহুল আলোচিত ৪নং দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে বিকাল বেলা আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে সওদা করে বোয়ালজুর গ্রামের আব্দুল ওয়াহিদ সিএনজি যোগে বাড়ি ফেরার পথিধ্যে সিএনজি থেকে নামা মাত্রই পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে কয়েকজন লোক গিয়াস উদ্দিনের বাড়ির দক্ষিণ দিকে রাস্তায় নামলেই মোঃ সাহেল মিয়া সহ অপরাপর দূষ্কৃতিকারীরা তাহাকে আক্রমণ করে লোহার রড, দেশীয় ধারালো অস্ত্রদ্বারা আঘাত করে তাহার হাত পা ভাঙ্গে কেটে দেয়। পরে গুরুতর জখম অব¯’ায় তাকে রাস্তায় ফেলে রাখে। উল্লেখ যে, উক্ত আসামীকে গত বৃহস্পতিবার ২৪/০৬/২০২১ ইংরেজী তারিখে হবিগঞ্জ জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আব্দুল মালিক (পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে সন্ধ্যা অনুমান ৬টার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে এ বিষয়ে তাহার আত্মীয় স্বজনকে জানানো হয়। মামলাটির তথ্য উদঘাটন ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য আসামীকে পুলিশ হেফাজতে আনিয়া জিজ্ঞাসাবাদের জন্য তাহার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনার খবরে এলাকায় নানান সমালোচনার ঝড় বইছে। এ ন্যাক্কার জনক হত্যাকান্ডের আড়াই বছর পেরিয়ে গেলেও এখনও আসল ঘাতক ধরঅ ছোয়ার বাহিরে। এ নিয়ে দেশ- বিদেশে চলছে চুলছেড়া বিশ্লেষণ।


     এই বিভাগের আরো খবর