,

নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নবীগঞ্জ শহরে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে নবীগঞ্জ শহরের বাটা, এপেক্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। এ খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস.আই আমীর হামজাসহ একদল পুলিশ নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অভিযান পরিচালনা করে। এ সময় সরকারের বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে উল্লেখিত প্রতিষ্ঠান গুলোকে জরিমানা করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর