,

চুনারুঘাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০/২১ অর্থবছরের খরিফ ২/২০২১-২২ মৌসুমি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ এবং ২০ কেজি এমওপি ও ২০ কেজি টিএসপি সার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর বলেন, কৃষকরা এ দেশের প্রাণ। কৃষক বাঁচলে মানুষ বাঁচবে। এই লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিনামূল্যে কৃষকদের বিভিন্ন উপকরণ প্রদানের ব্যবস্থা করেছেন। সারা দেশের ন্যায় চুনারুঘাটেও আমরা এগুলো দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীসহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং সার ও বীজ গ্রহণকারী কৃষকগণ।


     এই বিভাগের আরো খবর