,

লাখাইয়ে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের যৌথ অভিযান

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন পালনে প্রশাসনের যৌথ অভিযানে মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে টানা ৭ দিনের লকডাউনের ১ম দিনে লাখাইয়ে সর্বাত্মক লকডাউন চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং জানান, লকডাউন পালনে মেজর তানভীরের নেতৃত্বে সেনাবাহিনী লাখাইয়ে টহল দিচ্ছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে এবং উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও হাটবাজারে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। নির্দেশনা অনুযায়ী দোকান খোলা ও বন্ধ এবং মাস্ক পরিধান নিশ্চিতে মাঠে অবস্থান ও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বিকাল ৫টার দিকে উপজেলার বুল্লাবাজার, কালাউক বাজার ও বামৈবাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান খোলা রাখার দায়ে মোট ৩ টি মামলায় ৩ টি দোকানে মোট ২ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। এছাড়া সকলকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্যে অনুরোধ করা হয়।


     এই বিভাগের আরো খবর