,

আজমিরীগঞ্জে ব্রিজের কাছে বড় ভাঙন ॥ দুর্ঘটনার শঙ্কা

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের কুশিয়ারা শাখা নদীর সুজনী খালের উপর নির্মিত ব্রিজের এপ্রোচের গোড়ায় মাটিতে ধ্বস দেখা দিয়েছে। এপ্রোচের মাটি সরে বিশাল অংশ নিয়ে ব্লক ভেঙে যাওয়ায় আতংক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এলাকাবাসী জানান, সম্প্রতি আজমিরীগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়। টানা বর্ষণে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বিভিন্ন অংশে ধ্বসের দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে কুশিয়ারা শাখা নদীর সুজনী খালের উপর নির্মিত ব্রিজের দক্ষিণ দিকের গোড়ায়। ওই অংশে এপ্রোচের মাটি সরে বিশাল ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, আরও বৃষ্টিপাত হলে ওই জায়গাটি আরও ভয়াবহ আকার ধারণ করবে। এতে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনারও আশঙ্কা করছেন তারা। এছাড়া ব্রিজের সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়ে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও তাদের। এলাকাবাসী জানান- সংযোগ সড়কে ভাঙন দেখা দিলে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ও শিবপাশা ইউনিয়নসহ পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জে ও কিশোরগঞ্জের দুই উপজেলার লাখো মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। শনিবার (১৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, ব্রিজের এপ্রোচের দক্ষিণ পাশের মাটি সরে রাস্তার ব্লক ভেঙে নিচে পরে রয়েছে। এছাড়াও এই সড়কের উভয় পাশে দেখা দিয়েছে ছোট-বড় আরও বেশ কটি ভাঙন। এমনকি, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও রাস্তায় বসানো হয়নি কোনো বিপদ সংকেত সাইনবোর্ড। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ওই সড়কে চলাচল করা চালক ও যাত্রীরা। সিএনজি চালক সাবু মিয়া বলেন, ‘প্রতিদিন যাত্রী নিয়ে এই সড়ক দিয়ে জেলা শহরে যাওয়া-আসা করতে হয়। কোনো ধরণের বিপদ সংকেত বোর্ড না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে আমাদের। বিশেষ করে রাতে চলাফেরা আমাদের জন্য খুবই বিপদজনক হয়ে উঠেছে।’ পিকআপ ভ্যান চালক জাহের মিয়া বলেন, ‘সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রতিদিনই এই সড়ক দিয়ে আমার যাতায়াত। কিন্তু বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কখন দুর্ঘটনা ঘটে বলা যায় না।’ এ বিষয়ে হবিগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ বলেন, ‘বর্তমানে ভাঙন মেরামতের কোন টাকা নেই। তাই আপাততো কিছু জিও দিয়ে ভাঙনটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। এছাড়া নতুন অর্থ বছরে ফান্ড আসলে পরে আমরা টেন্ডারের মাধ্যমে ওই অংশটুকু পরিপূর্ণ মেরামত করতে পারবো।


     এই বিভাগের আরো খবর