,

মাধবপুরে  সরকারি  বিধিনিষেধ অমান্য করায়  জরিমানা

মাধবপুর প্রতিনিধি : রবিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন মোবাইল কোর্টে বিধিনিষেধ না মানায় দোকান মালিক ও যানবাহনের চালক ও ব্যক্তি কাছ থেকে ৫টি মামলায় ১হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সরকার নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ মাধবপুর উপজেলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সমন্বয়ে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, সারা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাজারের আসা লোকজনদের প্রতি উনি অনুরোধ জানান সবার যেন মাক্স পরে বাজারে আসে। মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেয়া হল।


     এই বিভাগের আরো খবর