,

করোনায় আরও ২৩৭ মৃত্যু

সময় ডেস্ক ॥ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু ২০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে। এমন একদিন মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে, যে দিন আক্রান্ত শনাক্তে রেকর্ড গড়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশে প্রায় ৫৪ হাজার নমুনা পরীক্ষা করে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা  পড়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে একদিনে সেরে উঠেছেন ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। এর আগে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য এসেছিল গত ২৬ জুলাই। বুধবার আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্ত হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ১২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২৫৮ জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ১৪ হাজার ৯২৫ জন। শনাক্ত হার ছিল ২৮ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি; ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৬২ জন, খুলনা বিভাগে ৩৪ জন। রাজশাহীতে ১৮ ও রংপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।


     এই বিভাগের আরো খবর