,

নবীগঞ্জে সরকারি বিধি-নিষেধ না মানায় ১০ টি মামলায় ৮ হাজার টাকা অর্থদন্ড

জাবেদ তালুকদার ॥ চলমান লকডাউনের বিধি-নিষেধ না মানায় নবীগঞ্জে ১০ টি মামলায় ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগীতায় শনিবার (৩১ জুলাই) দিনব্যাপি নবীগঞ্জ পৌর এলাকা ও উপজেলার আউশকান্দি বাজারসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। জানা যায়, শনিবার (৩১ জুলাই) চলমান লকডাউনের ৮ম দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় দিনব্যাপি নবীগঞ্জ পৌর এলাকা উপজেলার আউশকান্দি বাজারসহ বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলায় ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।


     এই বিভাগের আরো খবর