,

নবীগঞ্জে জোরপূর্বক বাসা দখলের চেষ্টা ॥ ভাংচুর ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার দুষ্কৃতিকারীদের হামলায় জোরপূর্বক বাসা দখলের চেষ্টা বাসায় অবস্থানরত তারিক মিয়া স্ত্রী’র স্লীলতাহানি, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার শেরপুর রোডস্থ সালামতপুরে রোকসানা ভিলায় তারিক মিয়ার স্ত্রী প্রতিদিনের ন্যায় বাসার কাজ করছিলেন। হঠাৎ করে লন্ডন প্রবাসী আব্দুল হাইয়ের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা সন্ত্রাশী বাহিনী নিয়ে রোকসানা ভিলায় সন্ত্রাসী হামলা চালায়। তখন বাসায় থাকা তারিক মিয়ার স্ত্রীকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরবর্তীতে তারা বাসায় থাকা জিনিসপত্র ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটায়। ঘটনার সময় তারিক মিয়ার স্ত্রী স্বজোরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। আশপাশের লোকজন আসার আগেই ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা পিছু হটে। বাসার বসবাসরত তারিক মিয়া জানান, হামলাকারীরা বাসার জিনিসিপত্র ভাংচুর করে আলমারিতে থাকা নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুটপাট ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে নবীগঞ্জ থানায় খবর দেয়া হলে নবীগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ ও সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্রে জানা যায়, হামলার নেতৃত্বদানকারী আব্দুল হাই বাসার অবস্থানরত তারিক মিয়ার ভাগনে। প্রায় ১৬ বছর যাবত তারিক মিয়া শেরপুর রোডের সালামতপুর এলাকার রোকসানা ভিলায় বসবাস করে আসছেন। প্রকৃতপক্ষে রোকসানা ভিলার লিখিত মালিক মৃত হাজী সিদ্দিক মিয়ার ৩ ছেলে। লিখিত দলিল অনুযায়ী মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুল মুহিত ও আব্দুল হাই রোকসানা ভিলার মালিক। কিন্তু তারা সবাই প্রবাসী হওয়ায় বাসার সকল দেখাশোনার দায়িত্ব তাদের মামা তারিক মিয়ার নিকট ছিল। বেশকিছুদিন ধরে পারিবারিক বিরোধিতার জের ধরে আব্দুল হাই তার অপর দুইভাই মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুল মুহিতকে যুক্তরাষ্ট্রে রেখে দেশে ফিরে এসে বাসা দখলের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার এই সন্ত্রাসী হামলা চালায়।


     এই বিভাগের আরো খবর