,

নবীগঞ্জে শাহজালার আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের উদ্যোগ বনায়ন ও বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের উদ্যোগে সামাজিক বনায়ন বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে হিরামিয়া গার্লস হাইস্কুলের হলরোমে ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেল-এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক শাহ সরোয়ার আলীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নোমান। উক্ত আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জ্বল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, হিরামিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজ্বী মাও: এম হাসান আলী, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাও: এম. এ ছবুর, হবিগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি মোহাম্মদ ইমরান আল-ইমন, সহ-প্রচার সম্পাদক মো. শামসুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, সাধারণ সম্পাদক শেখ এম মোজাহিদ আহমদ, হবিগঞ্জ শাহজালাল (রঃ) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের দায়িত্বশীল সৈয়দ শোয়েব আলী, জুবায়ের আহমদ, মোস্তাকিম হাসান জামি, শেখ তাজুল ইসলাম তপন, রায়হান আহমদ, সুলতান মাহমুদ, জোবায়ের আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন,সমাজে ভাল ও সামাজিক কাজ করার মত মনমানসিকতা সকলের থাকে না। তাই সামাজিক বনায়ন ও বৃক্ষরোপনের মত ভাল কাজ করার মধ্য দিয়ে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট আত্মপ্রকাশ করেছে। তাই সমাজে ভাল কাজ করার মধ্য দিয়ে তারা তাদের অবস্থান আরো সুদৃঢ় করবে।


     এই বিভাগের আরো খবর