,

শায়েস্তাগঞ্জে ৩৩৩ কল লিষ্টে ফোনের মাধ্যমে ৩৫ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান ইউএনও’র

সৈয়দ আখলাক উদ্দিন ॥ ৩৩৩ কল লিষ্টে ফোনের মাধ্যমে ৩৫ জন কে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মোঃ মিনহাজুল ইসলাম। গতকাল শনিবার ৪ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কার্যালয়ে অসহায়, হত দরিদ্র, দিন মজুর ও খেটে কাওয়া নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায়, করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতির কারণে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সারা দেশে মানবিক সহায়তা দিলেও শায়েস্তাগঞ্জে অনেক হত দরিদ্র, দিন মজুর ও খেটে খাওয়া নারী-পুরুষরা মানবিক সহায়তা পায়নি। এদিকে ৩৩৩ কল লিষ্টে ফোন দিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন যাচাই বাচাই করে ৩৫ জন নারী-পুরুষকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার। ৩৫ জনের মধ্যে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবন ও ১টি ডেটল সাবান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসকাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের প্রবীন নেতা ফরিদ হাসান, এটিএম আফজাল সহ উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মচারীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর