,

সিলেটে করোনার টিকা নিয়েছেন প্রায় দুই লাখ মানুষ

সময় ডেস্ক ॥ সিলেটে করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ১০৩ জন মানুষ। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের দুই কেন্দ্রে এসব মানুষ টিকা নেন। শনিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সিলেটে করোনাভাইরাসে প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ১০৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ হাজার ৯৫৪ জন। সব মিলিয়ে প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষায় আছেন ১ লাখ ১৯ হাজার ১৪৯ জন। তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের দুই কেন্দ্র এবং গণটিকা কার্যক্রমের আওতায় মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৪ জন। সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৯৩২ জন আর কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬১ হাজার ৫৪৭ জন। ডা. জাহিদুল বলেন, সিলেট সিটি কর্পোরেশনে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৬৩২ জন। সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮১৯ জন আর কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৫০৩ জন। এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সিলেটে করোনাভাইরাসের টিকা দান কার্যক্রম শুরু হয়। সিলেটে সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে প্রথম টিকা নিয়েছিলেন সিলেটের তৎকালীন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। এরপর থেকেই সিলেটে টিকা কার্যক্রম চলমান রয়েছে। সবশেষ শনিবারও (২১ আগস্ট) সিলেটের দুই কেন্দ্রে মানুষ টিকা নিয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫ জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ জন আর মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ১১১ জন। অন্যদিকে পুলিশ লাইন্স হাসপাতালে কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬১০ জন আর মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬৮ জন।


     এই বিভাগের আরো খবর