,

শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্টিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে শায়েস্তাগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্তেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। শনিবার দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী ঘোষনা করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলায় মাছের ঘাটতি পূরণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রয়োজনে উপজেলায় এখনো ১ হাজার ৬৫ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। কিন্তু যেখানে চাহিদা ১ হাজার ৫শ ৭০ মেট্রিক টনের বিপরীতে উপজেলা উৎপাদন হচ্ছে ৫শ ৫ মেট্রিক টন মাছ। পরিসংখ্যান বলেছে উপজেলায় সরকারি পুকুর রয়েছে ১৬টি এবং বেসরকারি পুকুর রয়েছে ৮২৪টি। শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা বলেন, মাছে ঘাটতি পূরণে বিল-নার্সারী কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, আশ্রয়ন প্রকল্পে পুকুরে মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভূতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে উপজেলার মাছে উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। সাংবাদিক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, কোষাধ্যক্ষ কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসকাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, সাংবাদিক অপু দাশ, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসকাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ শাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ রিপোটার্স কাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ, নতুন ব্রীজ আঞ্চলিক প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, সৈয়দ হাবিবুর রহমান ডিউক প্রমুখ।


     এই বিভাগের আরো খবর