,

সিলেটের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বানিয়াচংয়ের কলগার্লসহ ৫ পুরুষ ও ২ নারী গ্রেফতার

সংবাদদাতা ॥ সিলেটের দক্ষিণ সুরমার তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বানিয়াচংয়ের কলগার্লসহ ৫ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে দণি সুরমা থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তিতাস হোটেলের ২য় তলার দুটি ক থেকে এই ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার কারাগারে প্রেরণ করেছেন আদালত। গ্রেফতারকৃতরা হল, বানিয়াচং উপহেলার উত্তর সাঙ্গর গ্রামের সুমন মিয়ার স্ত্রী কনকা সরকার শিউলী (৩০), বি-বাড়ীয়া জেলার সরাইল থানার শাহাজাদপুর উচাবাড়ী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সাচ্ছু মিয়া শান্ত (২৬), একই থানার শাহাজাদপুর (কোয়ালীপাড়া) গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে মো: বাবুল মিয়া (৪০), সিলেটের গোয়াইনঘাট থানার গুয়াইন পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ও তিতাস হোটেলের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪৪), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাঁও বিক্রমপুর গ্রামের আকবর খালাসী গ্রামের রানা মিয়া খালাসী (২৭), বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানার মীরপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. হেবজু মিয়া (২৯) ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বারিক টিল্লা গ্রামের আব্দুল কাদিরের মেয়ে বৃষ্টি (২৭) দণি সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তিতাস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন খবর পেয়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে হোটেলের ২য় তলার ১১১ ও ১১২ নম্বর ক থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৫ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গতকাল (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দণি সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই মোঃ সফিকুল আলম খান, এসআই মোঃ রোকনুজ্জামান চৌধুরী (পিপিএম), টিএসআই আবুল কালাম আজাদ, এএসআই সঞ্জয় ও কনস্টেবল সুনারা বেগম।


     এই বিভাগের আরো খবর