,

সাংবাদিক সংকর চন্দ্র পালের বাড়িতে সাধ ভক্ষণ অনুষ্ঠান সম্পন্ন

সংবাদদাতা ॥ সাধ ভক্ষণ অনুষ্ঠান সবার কাছেই আনন্দের অনুষ্ঠান নামেই পরিচিত ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি আরও আনন্দের। গর্ভাবস্থায় মহিলাদের অনেক ধরণের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই দিনে তারা আনন্দে মেতে উঠতে দেখা যায়। কিন্তু সাবধানতারও প্রয়োজন কারণ অনেক লোকের সমাগম হয়। সাধের অনুষ্ঠানের দিন তারা আত্মীয় পরিজনদের সাথে দেখা করতে পারেন, ভালো-মন্দ খেতে পারেন, ফলে মন ভালো হয়ে ওঠে। যা গর্ভাবস্থার শেষের দিককে আরও স্মরণীয় করে তোলে। গর্ভাবস্থার সাত মাসে হবু মায়েরা শাড়ি-গহনাসহ নানা উপহার পেয়ে থাকেন । বাঙালি হিন্দুদের মধ্যে এটি একটি অত্যাবশ্যক আচার হলেও যুগ যুগ ধরে চলে আসলেও এই অনুষ্ঠান এখন হিন্দুরা সবাই কম-বেশি পালন করেন। এরই ধারাবাহিকতায় গতকাল নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি তে সাংবাদিক ও ব্যবসায়ী সংকর চন্দ্র পালে ভাই শুধাংশু পালের হবু সন্তানের সাধ ভক্ষণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর হবিগঞ্জ জেলা সভাপতি ও দৈনিক বিজয় একাত্তর অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জুয়েল আহমদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ আউয়াল মিয়া, জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, সুশীল পাল, সুষেন পাল, সমিরন পাল, নিরাঞ্জন পাল, অশক পাল, শ্যামল ভৌমিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাধের অনুষ্ঠানে জন্মের পূর্বে বাড়ির গুরুজনেরা হবু মা ও আগত শিশুকে আশীর্বাদ করে থাকেন । এটিকে হবু মায়ের আসন্ন মাতৃত্ববোধ উদযাপনের একটি অনুষ্ঠান হিসেবেও ধরা হয়।


     এই বিভাগের আরো খবর