,

নবীগঞ্জে গরু চুরির অভিযোগে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গরু চুরির দায়ে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার ২৮ সেপ্টম্ববর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তফুর মিয়া নামে এক ব্যক্তি তিনি নবীগঞ্জ উপজেলার বগাউড়া গ্রামের মৃত আফসর উল্লার ছেলে। মামলায় সূত্রে জানা যায় বাগাউড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলী নূর (পাশা), তার ভাই আশমিন মিয়া, অলি নূর মিয়া, মহিনূর মিয়া, বন্দর মিয়ার ছেলে চন্দন মিয়া, তার ছেলে রুমন মিয়া এবং মকদ্দছ মিয়ার ছেলে মো. মজনু মিয়াকে আসামী করা হয়। তফুর মিয়া মামলায় উল্লেখ করেন, তার ভাই তগুদ মিয়া লন্ডন প্রাবাসী। পৈত্রিক সম্পত্তি বন্ডনের পর দুইভাই পৃথকভাবে বসবাস করে আসছেন। এক অংশে তফুর মিয়া তার স্ত্রী-সন্তান ও ৯৫ বছরের বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করে আসছেন। তার ভাই স্ব-পরিবারের লন্ডন যাওয়ার সময় নিজের অংশে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে যায়। তফুর মিয়ার বৃদ্ধা মা অসুস্থ্যতার কারণে প্রায় সময় ঘরে টয়লেট করেন। যা সিসি ক্যামেরায় ধারণ হয়। এতে তাদের ব্যক্তি স্বাধিনতা ক্ষুন্ন হওয়ার কারণে তফুর মিয়ার ছেলে আবু ছাইদি সিসি ক্যামেরার মুখ হালা ঘুরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাই তগুদ মিয়া তাদের ক্ষতি করতে উঠে পরে লাগেন। এক পর্যায়ে আলী নূর (পাশা) তার আত্মীয় স্বজন নিয়ে বাড়ি-ঘরে ভাংচুর করে এবং তার গোয়াল ঘর থেকে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৩টি গাভী নিয়ে বিক্রি করে দেয়।


     এই বিভাগের আরো খবর