,

নবীগঞ্জের চরগাঁওয়ে প্রশাসনের অভিযানে ৮ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

এন সাকিব চৌধুরী ॥ নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ পৌর এলাকার চওগাঁও গ্রামে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদক সেবনরত অবস্থায় ৮ মাদকসেবীকে করে আটক করে প্রশাসন। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে ১ বছর কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, ২ জনকে ৮ মাস ও অপর ৫ জনকে ৪ মাসের কারাদন্ড ও ৭শত টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলো নবীগঞ্জ পৌর এলাকার চওগাঁও গ্রামের মোঃ আলকাছ মিয়ার পুত্র শেখ সোহেল মিয়া (৩০), একই গ্রামের আব্দুস শহীদের পুত্র সাদ্দাম হোসেন (৩০), মৃত আজল মিয়ার পুত্র আঃ অজুদ (৫৫), শেখ রিয়াকত মিয়ার পুত্র শেখ ফজল মিয়া (৬০), চরগাঁও দক্ষিণদার গ্রামের মৃত শেখ রহমত উল্লার পুত্র শেখ ফজল মিয়া (৪৫), পৌর এলাকার রাজনগর গ্রামের মৃত কাশিম উল্লার পুত্র মজিদ মিয়া (৩৮), চরগাঁও গ্রামের গেদু মিয়া চৌধুরীর পুত্র বিদ্যুৎ (৫০) ও চরগাঁও গ্রামের মৃত ইসমাইল চৌধুরীর পুত্র লিটন চৌধুরী (৫৬) চৌধুরী। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর