,

নবীগঞ্জের কৈ-খাইড় জামে মসজিদের ইমাম জয়নুল আবেদীন খাঁন মানিককে গ্রামবাসীর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈ-খাইড় জামে মসজিদের ইমাম মোঃ জয়নুল আবেদীন খাঁন মানিককে গ্রামবাসীর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৬ অক্টোবর সকালে মসজিদ কমিটির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওঃ শাহ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোস্তফাপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুন নূর, মাওঃ মোঃ আলমাছ উদ্দিন, মাওঃ মাসুম আহমেদ ছিদ্দিকী। অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য আব্বাস উদ্দিন, শাহ আলম বুলবুল, ছালিক আহমদ, সফিউল আলম, নুরুল আমিন, আনহার মিয়া, মোঃ তজম্মুল, মোঃ লিয়াকত, আব্দুস শহীদ, অলি আহমদ, শেখ আলীমান, মোঃ দুলন মিয়া, মোঃ লুলু মিয়া, প্রতাপপুর গ্রামের এস এম লুৎফুর রহমান, তালিম উদ্দিন সরদার, সেলিম খাঁন, মদরিছ খাঁন, শাহ দিদার মিয়া সহ কৈখাইড় গ্রামের মুরুব্বী ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তি ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মোঃ জয়নুল আবেদীন খান মানিকের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে কৈ-খাইড় গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে ইমাম মোঃ জয়নুল আবেদীনকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ইমাম জয়নুল আবেদীনকে ওই গ্রামের ২ জন প্রবাসীর পক্ষ থেকে ওমরাহ হজ্ব করানোর ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মরহুম ছিদ্দিক খান ও খাইরুন্নেছা চৌধুরী দৌলত এর পুত্র মোঃ জয়নুল আবেদীন খাঁন মানিক ১৯৮৬ সন থেকে ২০২১ সন পর্যন্ত প্রায় ৩৫ বছর কৈ-খাইড় জামে মসজিদে প্রথমে মোয়াজ্জিন ও পরে ইমামের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০০৩ সন থেকে ২০০৯ সন পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় শ্রেষ্ট শিক্ষক মনোনীত হন। এছাড়া ২০০৩ সন থেকে ২০২১ সন পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত প্রথমে গনশিক্ষা ও পরে কোরআন শিক্ষা কার্যক্রমে শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি ফুলতলী দারুল ক্বিরাত ট্রাষ্ট কৈ-খাইড় শাখায় ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত নিয়োগ প্রাপ্ত ছিলেন।


     এই বিভাগের আরো খবর