,

রাষ্ট্রধর্ম বাতিলের পরিকল্পনা সরকারের নেই ॥ হুইপ স্বপন

সময় ডেস্ক ॥ জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে সাথে অন্যান্য ধর্মের সহবস্থানের অধিকার দেওয়া আছে।’ তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক কর্মকান্ডের জন্য লন্ডনে থাকা তারেক রহমানই দায়ী।’ গতকাল বৃহস্পতিবার সন্দ্বীপের সাবেক এমপি দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্মরণসভায় মুস্তাফিজুর রহমানকে মাটি ও মানুষের নেতা বলে অভিহিত করেন তিনি। সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা ও দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের জ্যেষ্ঠসন্তান মাহফুজুর রহমান মিতা এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আফতাব খান অমি, দপ্তর সম্পাদক ইয়াছিন মামুন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মিশন, সন্দ্বীপ পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম প্রমুখ। উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়ায় সন্দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎসহ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে দলকে সুসংগঠিত করতে হবে।’ বাবার স্মৃতিচারণ করে সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা বলেন, ‘আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে সন্দ্বীপকে আলোকিত জনপদে রূপান্তর করব।’ উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘অবহেলিত জনপদ সন্দ্বীপকে আলোকিত করেছেন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান।’ সভাপতির বক্তব্যে মাস্টার শাহাজাহান বিএ বলেন, ‘যারা মানুষের জন্য কাজ করেছেন তাদের মানুষ সব সময় স্মরণ করবে।’


     এই বিভাগের আরো খবর