,

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন সৈয়দ খালেদুর রহমান খালেদ

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে চষে বেড়াচ্ছেন নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন কুর্শি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। জানা যায়, ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আলী আহমেদ মুসাসহ লন্ডন প্রবাসী একাধিক প্রার্থী যখন দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই মূহুর্তে ইউনিয়নের মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে জনসাধরণের মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সৈয়দ খালেদুর রহমান খালেদ। উল্লেখ্য, তিনি বিগত ২০১১ সালের কুর্শি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এছাড়াও বিগত ২০১৬ সালের নির্বাচনে নানা প্রতিকূলতার মধ্যেও স্বল্প ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যানের নিকট পরাজয় বরণ করলেও জনসাধারণের নিকট তিনি তার গ্রহন যোগ্যতা হারাননি। বিগতদিনে তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার দক্ষতা ও উন্নয়ন কর্মকান্ডসহ সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তিনি সফল চেয়ারম্যান হিসেবে ৩ বার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেরা চেয়ারম্যানের পদক লাভ করেন। এছাড়াও একজন দানশীল ও সমাজ সেবক এবং স্পষ্টবাসী লোক হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। তিনি সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও ম্যনেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় শিক্ষা বিস্তারে তাদের পরিবারের ব্যাপক ভুমিকা রয়েছে। নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারীর পাশা-পাশি একজন সফল ব্যবসায়ী হিসেবে বাংলা বাজারস্থ গোল্ড ব্রিকস ও ঢাকাস্থ আল সিলেট ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি ব্যবসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


     এই বিভাগের আরো খবর