,

বাংলাদেশ অনেক সুন্দর রঙে আঁকা একটি ছবি- সুইডিশ রাষ্ট্রদূত

সময় ডেস্ক ॥ বাংলাদেশ অনেক সুন্দর রঙে আঁকা একটি ছবি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এক টুইটে লিখেছিলেনঃ “বাংলাদেশ তার সৌন্দর্য ও ঐশ্বর্য দিয়ে আমাদের বিস্মিত করে চলেছে। পার্বত্য চট্টগ্রামে, আদিবাসী সম্প্রদায়গুলো আমাদের তাদের বৈচিত্র্যময় দুনিয়ায় আমন্ত্রণ জানায় যেখানে তারা গর্বের সাথে নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করছে এবং পরবর্তী প্রজন্মের জন্য তা বহন করে চলেছে। আজ বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ।” কিছুক্ষণ পর ওই টুইটটি রিটুইট করে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে লিখেনঃ “বাংলাদেশ অনেক সুন্দর রঙে আঁকা একটি ছবি। বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির শক্তি রয়েছে।” উল্লেখ্য, রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এবং রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বেশ কয়েকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সফর করছেন। নিজেদের সফরে তোলা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের বেশ কিছু ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।


     এই বিভাগের আরো খবর