,

নবীগঞ্জের পল্লীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার শিকার এক দিনমজুর

সংবাদদাতা ॥ নবীগঞ্জের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন বাহার মিয়া নামক এক দিন মজুর। ঘটনাটি ঘটে উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর নামক স্থানে। আহত সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা রাতে অন্যের বাড়িতে দিন মজুরের কাজ শেষে কামারগাঁও গ্রামের ছিদ্দেক উল্লার ছেলে বাহার মিয়া বাড়ি যাওয়ার পথে স্বস্তিপুর সূর্য্যহাসি কিনিকের পাশে আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা কামারগাঁও উত্তরপাড়ার জিতু মিয়ার ছেলে জাহেদ মিয়া ও ফারছু মিয়া, রেনু মিয়ার ছেলে কবির মিয়া ও জিতু মিয়ার জামতা একাধিক মামলার আসামী ছমেদ মিয়াসহ ৭/৮ জন লোক দেশী দাড়ালো অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত অবস্থায় বাহার মিয়া শোর চিৎকারে পথযাত্রি মোজাম্মিল হক নামক এক ব্যক্তি এগিয়ে আসনে। এসময় প্রাণ রক্ষার্থে মোজাম্মিল হকের নিকট গিয়ে আশ্রয় চায় আহত বাহার মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে পথচারি মোজাম্মিল হকও তাদের হামলার শিকার হন বলে জানা গেছে। পরে আশপাশের লোকজন ও পথচারিরা এগিয়ে এসে বাহার মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত বাহার মিয়া আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিতিৎসার পরামর্শ দেন, কিন্তু অর্থের অভাবে তিনি সিলেট যাওয়া সম্ভব হয়নি বিধায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছি। এব্যপারে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর